চট্টবাণী: চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় নোঙর করা একটি মাছ ধরার বোট আগুনে পুড়ে গেছে। গতকাল শুক্রবার (২৬ মে) রাত সোয়া ১১টার দিকে সৈকতের খেজুরতলা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বন্দর সচিব ওমর ফারুক জানান, বন্দরের টাগবোট কান্ডারি-৮ ঘটনাস্থলে পাঠানো হয়। টাগবোট রাত আড়াইটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, পতেঙ্গা উপকুলে নোঙর করে রাখা ফিশিং ট্রলার মুহুরি-২ এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের সময় সাগরে ভাটা থাকায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উপকুলে পৌছলেও তারা ঘটনাস্থলের কাছে যেতে পারেনি।
এক প্রশ্নের জবাবে তারা আরও জানান, ইঞ্জিন রুমের বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। পরে মুহুর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো বোটে। এসময় জাহাজটিতে ৫ জন নাবিক উপস্থিত থাকলেও তারা অন্য মাছ ধরা নৌকার সাহায্যে উপকূলে পৌঁছতে সক্ষম হয়। তবে আগুনের হাত থেকে বাঁচতে সাগরে লাফিয়ে পড়ে তিনজন আহত হন।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে।