• শিক্ষাঙ্গন

    চবির প্রথম দিনের ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ২১ শতাংশ

      প্রতিনিধি ১৬ মে ২০২৩ , ৯:৩৬:১৬ প্রিন্ট সংস্করণ

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের প্রথম দিনের ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২০ দশমিক ৫৪ শতাংশ শিক্ষার্থী। প্রথম দিন দুই শিফটে উপস্থিতির হার ৭৯ দশমিক ৪৬ শতাংশ।




    মঙ্গলবার (১৬ মে) সকালে এবং বিকেলে দুই শিফটে অনুষ্ঠিত পরীক্ষায় উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর মেরিন সায়েন্স ডিন অধ্যাপক ড. শফিকুল ইসলাম।

    সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ১ম শিফটের পরীক্ষা হয়।

    এতে ১৮ হাজার ৬৬৭ জন পরীক্ষার্থীর মধ্য থেকে ১৪ হাজার ৮২৭ জন পরীক্ষার্থী অংশ নেন।





    বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দ্বিতীয় শিফটের পরীক্ষা হয়। এতে ১৮ হাজার ৬৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ হাজার ৮৪৫ জন উপস্থিত ছিলেন। দুই শিফটের পরীক্ষায় উপস্থিতির হার ৭৯ দশমিক ৪৬ শতাংশ।




    পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রশ্নফাঁসের নজির নেই। সেই ধারাবাহিকতায় এবছরও ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ তৎপর। পরীক্ষার হলে কিংবা বাইরে কোনো ধরনের অনিয়ম, জালিয়াতির খবর পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।




    আরও খবর 31

    Sponsered content