প্রতিনিধি ১৫ মে ২০২৩ , ১:১২:২৮ প্রিন্ট সংস্করণ
চট্টবাণী: নগরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে বলে দাবি করেছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এমডি প্রকৌশলী মো. রফিকুল ইসলাম।
সোমবার (১৫ মে) বেলা সাড়ে ১১টায় এ তথ্য জানিয়েছেন তিনি।
তিনি জানান, গ্যাস সংকটের বিষয়ে চট্টগ্রামবাসীর জন্য সুখবর আছে। ইতিমধ্যে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
নগরের কিছু কিছু এলাকায় গ্যাস পাওয়া যাচ্ছে। আগামী ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে।
ঘূর্ণিঝড় মোখা’র কারণে এলএনজি টার্মিনাল বন্ধ করে দেওয়ায় গত শনিবার থেকে নগরের শুরু হয় তীব্র গ্যাস সংকট। ফলে বন্ধ হয়ে যায় গ্যাসনির্ভর যানবাহন চলাচল। পাশাপাশি বাসা-বাড়িতে গ্যাস না থাকায় বিপাকে পড়ে নগরবাসী।