নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পাচঁপুকুরিয়া (চাদঁঘোনা) হালদার বেড়িবাধঁ নির্মাণের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা বাংলাদেশ কৃষকলীগ ফটিকছড়ি উপজেলার সভাপতি মোহাম্মদ নুর হোসেনের সভাপতিত্বে বিকেলে চাদেঁর ঘোনা মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা,উদ্বোধক ছিলেন ১০নং সুন্দরপুর চেয়ারম্যান আলহাজ্ব মোঃশাহনেওয়াজ।
বক্তব্য রাখেন মোঃআব্দুর রহিম, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (হাটহাজারী) মোঃআরিফ, উপজেল যুবলীগের সদস্য মোঃ জাহেদুল আলম টিটু, ৯নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ সভাপতি মোঃ বেলাল, সাধারণ সম্পাদক ও ৯নং ওয়ার্ডের মেম্বার মোঃহাবিবুল্লাহ কামাল,আওয়ামীলীগ নেতা মোঃআব্দুর রহিম।
পুলক ধরে সঞ্চালনায় অন্যান্যদের মধ্যা উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের মেম্বার জোবাইদা সুলতানা রেখা,আওয়ামীলীগ নেতা আক্কাছ আলী,মুরশেদ,মাস্টার বটন দে,মাস্টার মিলন নাথ, বাবুল দেয়,সাংবাদিক ছৈয়দ মোঃনুরুল আবছার নূরীসহ পাচঁপুকুরিয়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। সারা বিশ্বের জন্য রোলমডেল ফটিকছড়ির আশ্রয়ণ প্রকল্প বিভিন্ন সড়ক বেড়িবাধঁ নির্মাণসহ নানান উন্নয়নে চিত্রতুলে ধরেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে বলে উন্নয়ন হচ্ছে আরো বেশী হবে।পরে ১কোটি ১৭লক্ষ টাকার নতুন বেড়িবাধেঁর কাজের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।