অরুন নাথ: বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ আনোয়ারা উপজেলা শাখা কর্তৃক পরিচালিত ৫ মে শুক্রবার আনোয়ারা কচিকাঁচা গোষ্ঠী গীতা শিক্ষা নিকেতন'র শুভ উদ্বোধন করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা ৭ নং ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান অসীম কুমার দেব।
ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষণা করেন এতে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি লায়ন আর কে দাশ রুপু।
শিল্পী উৎপল সেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক চন্দন বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা গীতা পরিষদ এর সভাপতি ড. বাবুল চন্দ্র নাথ। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন,বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক পণ্ডিত শ্রী ইমন ভট্টাচার্য ইমন,সুমন চৌধুরী।
মহান অতিথি ছিলেন আনোয়ারা কচিকাঁচা গোষ্ঠীর সভাপতি পরমেশ চৌধুরী, ব্যাংকার সুজয় দাশ,বেন্টন কান্তি নাথ,সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচিকাঁচা গোষ্ঠী'র সহ -সভাপতি তাপস চৌধুরী, শিক্ষক রতন চৌধুরী,অঘোর কুমার সিংহ, প্রিন্সেস পাল,শিক্ষাবিদ পুলক চক্রবর্তী,শিক্ষককল্যাণ ভট্টাচার্য ,জয়কালী ও জ্বলাকুমারী মন্দির উৎসব কমিটির সাধারণ সম্পাদক কাজল বোস, সুমন চৌধুরী, পিন্টু রুদ্র।
স্বাগত বক্তব্যে রাখেন সুভাষ সেন। শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ করেন শিক্ষক সঞ্চয় নাথ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পলাশ বিশ্বাস,
অনুষ্ঠানের গীতা শিক্ষার্থীদের মাঝে শ্রীমদ্ভগবদ গীতা গ্রন্থ বিতরণ করেন।
আলোচনা সবাই বক্তারা বলেন গীতা জ্ঞানে সমাজে অন্ধকার দূরকরে আলোকিত করবে। গীতায় ভক্তি গীতায় মুক্তি।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আনোয়ারা কচিকাঁচা গোষ্ঠীর শিল্পীবৃন্দ।