প্রতিনিধি ৬ মে ২০২৩ , ১২:৫০:৪৪ প্রিন্ট সংস্করণ
নুরুল আবছার নূরী: ফটিকছড়ি থানার পুলিশ মোঃ শামীম হোসেন (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
৪মে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি খাগড়াছড়ির জেলার লক্ষীছড়ি উপজেলার ২নং দুল্যাতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রহিম মেম্বারের বাড়ির মৃত আব্দুর রহিমের ছেলে।
ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার মোঃ সোহেল কুদ্দুছের নেতৃত্বে তার সংগীদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ফটিকছড়ি কাঞ্চননগর ইউনিয়নের চমুরহাট এলাকা জৈনিক রুবেল এর মোটরসাইকেল গ্যারেজের সামনের রাস্তায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে গ্রেপ্তারকৃত আসামীর নিকট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও নাম্বার বিহীন ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮এর ৩৬ (১)এর সারণী ১০(ক) ২৪ (খ) ধারা অপরাধ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোঃ মাসুদ ইবনে আনোয়ারের নির্দেশে এই অভিযান চলানো হয় বলেএস,আই মোঃ সোহেল কুদ্দুছ জানান।
মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোঃ মাসুদ ইবনে আনোয়ার ।