মুহাম্মদ জুয়েল,বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী গুইলদ্যাখালী থেকে ঈদের রাতে ৪০হাজার টাকা মূল্যের নৌকা চুরির ঘটনায় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শনিবার (২২ এপ্রিল) রাতে উপজেলার পশ্চিম কধুরখীল গুইলদ্যাখালী এলাকায় নোঙ্গর করা অবস্থায় রাতের আঁধারে নৌকাটি চুরি হয়।
নৌকার মালিক কাজী মঈন উদ্দীন পারভেজ বলেন, ‘একমাত্র উপার্জনের ভরসা নৌকাটি চুরি হওয়ায় বিপাকে পড়েছি। প্রতিদিনের ন্যায় নৌকা বেঁধে রেখেছিলাম কিন্তু রোববার ভোরে গিয়ে দেখি নৌকা নাই। নৌকা না দেখে আকাশ ভেঙ্গে পড়ল মাথায়। নৌকাটি দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করতাম কিন্তু এখন সেটি চুরি হয়ে তা আর হবে না।নৌকাটি প্রায় ৪০হাজার টাকায় তৈরি করেছি।’
স্থানীয়রা জানান, ‘চোরের অত্যাচারে অতিষ্ঠ বোয়ালখালীবাসী রাতের ঘুম হারাম হয়ে গেছে। কখনও গরু চুরি, কখনও মোটরসাইকেল চুরি সহ নানা রকম সম্পদ চুরি হচ্ছে। শেষমেশ ইদের রাতে পৌরসভার পশ্চিম কধুরখীল কাজী মোবারক আলী খলিফার বাড়ীর পারভেজের নৌকা চুরি হয়।
ঘটনা নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যদিও এসব বিষয় নৌ-পুলিশ দেখে। তারপরও চোর শনাক্ত ও চুরি যাওয়া নৌকা উদ্ধারের চেষ্টা চলছে।