• সারাদেশ

    বেনাপোল চেকপোষ্ট বাগেজান্নাত কওমী মাদ্রাসার ঈর্ষনীয় ফলাফল

      প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৩ , ৯:২৩:৩০ প্রিন্ট সংস্করণ

    আঃ জলিল,খুলনা অফিস: বেনাপোল এর ঐতিহ্যবাহী ইসলাম শিক্ষা প্রতিষ্ঠান বেনাপোল চেকপোষ্ট বাগেজান্নাত কওমী মাদ্রাসা থেকে ৫ ম ও ৬ষ্ঠ শ্রেনী (হেফজ খানা) থেকে এবার বার্ষিক পরীক্ষায় ইর্ষনিয় ফলাফল পেয়েছে।




    অত্র প্রতিষ্ঠান এর ৫ম শ্রেনী থেকে ১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে। এর মধ্যে দুই জন বৃত্তি পেয়েছে। এবং ৬ষ্ঠ শ্রেনী ( হেফজখানা ) থেকে ২১ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে। সেখানেও দুই জন বৃত্তি পেয়ে প্রতিষ্ঠান এর সুনাম ও ম্যানেজিং কমিটির ও সুনাম অর্জন করে।




    উক্ত প্রতিষ্ঠানের এসকল শিক্ষার্থী জাতীয় দিনিয়াত মাদ্রাসা শিক্ষাবোর্ড ঢাকা এর অধীনে পরীক্ষায় অংশগ্রহন করেন।




    ইসলাম শিক্ষায় সফল রিজাল্ট করায় মাদ্রাসার ম্যানেজিং কমিটির যুগ্ম সাধারন সম্পাদক আশাদুজ্জামান আশা বলেন, আমরা ওই মাদ্রাসার কমিটির সকল সদস্য আজ গর্বিত। সঠিক সময় সঠিক তদারকিতে আজ ঈর্ষনিয় ফলাফল করে সকল এর মুখ উজ্জল করেছে। আমি মনে করি শুধু আমাদের তদারকি নয় অত্র প্রতিষ্ঠানের শিক্ষকরা নিয়মিত পাঠাদান করা ও শিক্ষার্থীদের নিকট থেকে বুঝে নেওয়ায় আজ এ সফলতা। ভবিষ্যাতে আরো ভালো ফলাফল আমরা আশা করব।




    আরও খবর 4

    Sponsered content