মো: শহীদুল ইসলাম শহীদ: ত্রিপুরা জাতির ঐতিহ্যবাহী বৈসু উৎসব ১৪ এপ্রিল ২০২৩ খ্রিষ্টাব্দ (১৪৩৩ ত্রিং) উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাচাং শিমন ত্রিপুরার সার্বিক পরিচালনা ও উদ্বোধনীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানচি উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা।
বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল মনসূর, উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ,থানচি থানার অফিসার ইনচার্জ ইমদাদুল হক,সদর ইউনিয়ন চেয়ারম্যান অংপ্রু ম্রো,তিন্দু ইউপির ভাগ্য চন্দ্র ত্রিপুরা,শান্তিরাজ ক্যাথলিক পল্লীর ব্রাদার পল নুয়াস ধান সিএসসি,রেমাক্রী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মালিরাম ত্রিপুরা।
থানচি ত্রিপুরা সমাজের আয়োজনে,ত্রিপুরা কল্যাণ সংসদ এবং ত্রিপুরা যুব কল্যাণ সংসদের সহযোগীতায় এতে ত্রিপুরা যুব সমাজের পক্ষে সভাপতিত্ব করেন ডেনিস ত্রিপুরা।