নুরুল আবছার নূরী: আজ ২৬ মার্চ ফটিকছড়ি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস, জাতীয় দিবস ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা সকাল ১১টায় উপজেলা বীর মুক্তিযোদ্ধা শহীদ শফিকুন নুর মওলা গণমিলায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির রহমান সানির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ির সাংসদ আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের মহিলা সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি।
স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ খায়রুল বশর চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিনুল হক, বীর মুক্তিযোদ্ধা মোঃ বোরহান উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা মোঃ এমদাদুল ইসলাম চৌধুরী উপজেলা চেয়ারম্যান এইচ,এম,আবু তৈয়ব,ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ইসমাইল হোসেন, নাজিরহাট পৌরসভার মেয়র এ,কে জাহেদ চৌধুরী উপজেলা ভাইস-চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস-চেয়ারম্যন এডঃমোঃ ছালামত উল্লাহ চৌধুরী শাহীন,সহকারী কমিশনার এটি,এম,কামরুল ইসলাম, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোঃ মাসুদ ইবনে আনোয়ার, ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন ফারুকী।
মাস্টার মোঃ নাছির উদ্দিন চৌধুরী ও মাস্টার পল্লবী খাস্তগীরের যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ডঃমোঃ সেলিম রেজা,প্রকৌশলী বাবু তম্ময় নাথ,স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আরফিন আজিম,প্রাণিসম্পদ কর্মকর্তা বাবু সুচয়ন চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ছফি উল্লাহ, মৎস কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, নির্বাচন কর্মকর্তা বাবু অরুন উদয় ত্রিপুরা,পল্লী বিদ্যুৎ কর্মকর্তা এম,আব্দুস সালাম,ফায়ার সার্ভিস কর্মকর্তা বাবু ডলার ত্রিপুরাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রী উপস্হিত ছিলেন।
সকালে সূর্যোদয়ের সাথে ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উৎত্তোলন ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে দিনের কর্মসূচী শুরু হয়,সকাল ৮টায় ফটিকছড়ি করোনেশন সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে প্যারেড কর্ণারে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী করা হয়।কুজকাওয়াজে প্যাড কর্ণার পরিচালনা করেন ফটিকছড়ি থানার পুলিশ উপ-পরিদর্শক মোঃ সোহেল কুদ্দুছ।
আলোচনা সভায় বক্তারা বলেন নতুন প্রজন্মকে মুক্তিযোদ্ধা সঠিক ইতিহাস তুলি ধরতে হবে, সোনার বাংলা বিনির্মাণ করতে সোনার ছেলের প্রয়োজনে। তাই সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে প্রধানমন্রীর ঘোষত ২০৪১সালে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে প্রধানমন্রী পদে সমাসিন করতপ তাকে নির্বাচিত করে দেশকে উন্নতদেশে এগিয়ে নিয়ে যেতে সকলের প্রতি আহবান জানান।