• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়িতে নিত্যপণ্যের দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়ে চলছে

      প্রতিনিধি ২৫ মার্চ ২০২৩ , ১১:০৫:১৭ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলার বিবিরহাট বাজার, নাজিরহাট বাজারসহ বিভিন্ন বাজারে রমজান মাস আসলে নিত্যপন্যের দাম লাগামহীন ভাবে বেড়ে যায়।




    গত ২২মার্চ বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির ব্যতিক্রম ধর্মী উদ্দ্যেগ প্রচারণা উপজেলা জুরে প্রসাংশা সামাজিক যোগাযোগ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরলেও বাস্তবে তা কার্যকর হয়নি বরং নিত্যপন্যের মূল্য আরো বেড়ে যায়।




    নিচে তার প্রমাণ মিলে বিশেষ করে কাচা বাজারে। কেয়ার ২২/২৩ /২৪ মূল্য ছিল ৩০/৪০/৫০ টাকা তা আজ ২৫ তারিখ ৭০ টাকা,বরবটি(লব্যা)৪০ টাকা -৮০ টাকা,১৫টাকার আলু ২৫ টাকা, কাকরল ৬০ টাকার ১৮০ টাকা,তিতকরল ৪৫টাকার ৭০ টাকা,মিস্টি কুমরা ২০টাকার ৪০ টাকা, পটল ৪০টাকার ৭০ টাকা, শসা ২৫টাকার ৫০ টাকা,বেগুন ২০টাকার ৪০ টাকা, জিঙ্গা ৫০টাকার ৮০ টাকা,গাজর ৩৫ টাকার ৫০ টাকা, কাচাঁ মরিচ ৬০ টাকার ৮০ টাকা।এইভাবে দ্রব্য মূল্য লাগামহীন ভাবে বাড়ার কারণ জানতে চাইলে ক্ষুদ্র(কুছরা)ব্যবসায়ীরা আড়ৎদার দায়ী করে আড়ৎদারদের নিকট জানতে চাইলে কেউ কেউ বৃষ্টিকে দায়ী করে কেউ কেউ শহরের কাচাঁ বাজারে আড়ৎদার ও সিন্টিকেটকে দায়ী করছে।




    ভুক্তারা প্রশাসনের মনিটরিং করার জন্য দায়ী করে।

    আরও খবর 27

    Sponsered content