প্রতিনিধি ২২ মার্চ ২০২৩ , ২:৩২:৫৪ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে রয়েল প্যাথলজি সেন্টারের ব্যবস্থাপনায় মোহরা আল- কুরআন একাডেমি প্রাঙ্গনে পবিত্র মাহে রমজান ও মহান ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার ২১ মার্চ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা প্রদান এবং বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা সেবা দেওয়া হয়েছে।
সেবা প্রদান করেছেন ডাঃ শহীদুল আলম শহীদ ও ডাঃ পপি বিশ্বাংগ্রী। এ সময় এলাকার আগ্রহী ১০০ জন নারী-পুরুষকে স্বাস্থ্যসেবা দেয়া হয়।
এসময় ফ্রী ক্যাম্পে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমাজ কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠাতা সভাপতি এম এ হাসান সেকান্দর, মোহরা আল-কুরআন একাডেমি ও হিফজ মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ শফিউল আলম, রয়েল প্যাথলজি সেন্টারের স্বত্বাধিকারী এস এম কামরুজ্জামান, মার্কেটিং ম্যানেজার আমিনুল ইসলাম আমিন,ল্যাব টেকনিশিয়ান সুব্রুত চৌধুরী শুভ,হুমায়ুন কবির,চট্টগ্রাম সমাজ কল্যাণ সংস্থার সদস্য বাদশা বড়ুয়া, জাবেদ হোসেন টিটু, মোহরা আল কুরআন একাডেমীর সহকারী মৌলানা মুহাম্মদ নুরুল আমিন, সহকারী শিক্ষিকা নাসরিন আকতার, হাফেজ মুহাম্মদ জসিম উদ্দীন প্রমুখ।