নিজস্ব প্রতিবেদক: মহানগর আওয়ামী লীগের ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল আজিম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইফুল আলম বাবু।
শনিবার (১৮ মার্চ) বিকেলে কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এ কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি পদে দুজন প্রার্থী হলেও প্রস্তাবক ও সমর্থক না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আব্দুল আজিম বিনাভোটে নির্বাচিত হন। এছাড়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু।
আব্দুল আজিম এর আগের কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাইফুল আলম বাবু সাংস্কৃতিক সম্পাদক ছিলেন।
আওয়ামী লীগের সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২১ সালের নভেম্বরে নগর আওয়ামী লীগের আওতাধীন ইউনিট সম্মেলন শুরু হয়। একই বছরের ২৬ ডিসেম্বর থেকে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা ছিল।
সম্মেলনের বিষয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, আওয়ামী লীগের ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডে ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল আজিম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইফুল আলম বাবু। সম্মেলনে ১৩৭ জনের কাউন্সিলরের মধ্যে ১২৭ জন উপস্থিত ছিলেন।