চট্টবাণী ডেস্ক: কুমিল্লার লাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে চট্টগ্রাম মেইল ট্রেন।
রোববার (১২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে আসা ছেড়ে আসা এ ট্রেনটি লাঙ্গলকোটে লাইনচ্যুত হয়।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম মেইল ট্রেনটি কুমিল্লার লাঙ্গলকোটে লাইনচ্যুত হয়। ট্রেনটি চট্টগ্রামে সকাল সাড়ে ৭টায় পৌঁছানোর কথা থাকলেও লাইচ্যুত হওয়ার কারণে দেরিতে পৌঁছায়।
বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবিদুর রহমান বলেন, লাইনচ্যুত বগিটি রেখে ১২টা ৪০ মিনিটে ট্রেন নিয়ে আসা হয় চট্টগ্রাম স্টেশনে। পরে বগিটি উদ্ধার করে লাকসাম স্টেশনে নিয়ে যাওয়া হয়।