সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলায় কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা নেমসন কনটেইনার ডিপোর পাশে এসএল গ্রুপের মালিকানাধীন ইউনিটেক্স গ্রুপের ভাড়ায় নেওয়া তুলার গুদামে লাগা আগুন ১১ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
আগুন যতক্ষণ পর্যন্ত ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী সহযোগিতা করবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।
তিনি বলেন, এসএল গ্রুপের মালিকানাধীন ইউনিটেক্স গ্রুপের ভাড়ায় নেওয়া তুলার গুদামে আগুনের দুর্ঘটনা মোকাবেলায় ঘটনাস্থলে রাত নয়টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ টিম এসে পৌঁছেছে।
অগ্নিনির্বাপণে লেফটেন্যান্ট কর্নেল মাহমুদের নেতৃত্বে একটি ফায়ার ফাইটিং ইউনিট কাজ শুরু করেছে।শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছিলেন।