নুরুল আবছার নূরী: ফটিকছড়ি উপজেলায় এই পর্যন্ত তিনটি নির্বাচন ইভি এমের মধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম ২০২২ সালে ১৫ জুন। ভুজপুর থানার ৪ নং ভুজপুর ইউনিয়ন পরিষদ। ২য় ২০২২সালে ২ নভেম্বর ফটিকছড়ি পৌর সভা। ৩য় বর্তমানে ২০২৩ সালে ১৬ মার্চ নাজিরহাট পৌরসভা নির্বাচন।
মোট ৯টি ওয়ার্ডে ২২কেন্দ্র,১৩১টি ভোট কক্ষ স্থায়ী,১৪টি অস্থায়ী কেন্দ্রে মোট ৪৮হাজার ৩৩ শ ত৩৮ জন ভোটার ভোট দিবেন।
১) পুরুষ ভোটার সংখ্যা ২৫ হাজার ৬ শত ২৫ জন ২) মহিলা ভোটার সংখ্যা ২২ হাজার ৭শত ১৩জন।
১নং ওয়ার্ডে পশ্চিম সুয়াবিল সরকারী প্রাথমিক বিদ্যালয় পুরুষ-১৩৯৮ জন,মহিলা -১২৮৭জন। পশ্চিম সুয়াবিল এমদাদুল ইসঃমাঃ (পূর্ব ভবন) পুঃ২৪০০জন,পশ্চিম ভবন মহিলা -২০৩২ জন।
২নং ওয়ার্ড পূর্ব সুয়াবিল সঃপ্রাঃ বিদ্যালয় ব্রঃহাট পুঃ১৮৩৮ জন,সুয়াবিল বালিকা বিদ্যালয় মঃ১৬১৯ জন। ২নং ওয়ার্ড দঃসুয়াবিল (ভাঙ্গাদিঘী পাড়) পুঃ১৫৮৯ জন,মঃ১৪৯৭ জন।
৩নং ওয়ার্ড সুয়াবিল ইসঃসঃপ্রাঃবিদ্যালয় (বেতুয়ও পঃমন্দাকিনি) পুঃ১৪৯৭ জন,মঃ১২২৫জন।
৪নং ওয়ার্ড দঃধূরুং সঃপ্রাঃবিদ্যাল (দৌলতপুর) পুঃ১৪২৩ জন,মঃ১৩৩৯ জন, মধ্য দৌলতপুর সঃপ্রাঃবিদ্যাল (পঃভবন কুম্ভারপাড়া)পুঃ১৯১৩ জন,মধ্য দৌলতপুর সঃপ্রাঃবিদ্যালয় (পূর্ব অংশ কুম্ভারপাড়া)মঃ১৬৪৪ জন।
৫নংওয়ার্ড দৌলতপুর এ,বি,সি,উঃবিদ্যালয় (পঃভবন, কুম্ভারপাড়া)পুঃ২৪৪৫জন,দৌলতপুর এ,বি,সি উঃবিদ্যালয় (পূর্ব ভবন কুম্ভারপাড়া) মঃ২২২২জন।
৬নং ওয়ার্ড বাবুনগর জাঃইঃ আজিজুল উঃমাঃ(উত্তর ভবন) পুঃ৭০ ও পুঃ১২২৬জন মোঃ২৬৭২ জন,বাবুনগর জাঃইঃআজিজুল উঃমাঃ দঃভবন(দৌলতপুর) মহিলা ভোট কেন্দ্র মঃ১১৩২( ৬নং আংশিক ৭১,বাবু নগর মঃ১০৮৩।
৭নং ওয়ার্ড বাবুনগর উচ্চ বিদ্যালয় পূর্ব ফরহাদবাদ -১পু১২০,ইমাম নগর -২পুঃ১১৮৬,বাবুনগর -২পুঃ৯৬৩, বাবু নগর সঃপ্রাঃবিদ্যালয় (মঃভোট কেন্দ্র পূর্ব ফরহাদাবাদ -১মঃ৮০ জন,ইমাম নগর -২ মঃ১১৬৬জন,বাবু নগর-২ মঃ৮৭৭ জন। ৮নং ওয়ার্ড নাজিরহাট উচ্চ বিদ্যালয় উত্তর ভবন পূর্ব ফরহাবাদ -২পুঃ১৯৬০ জন,নাজিরহাট বাঃউচ্চ বিদ্যালয় দঃপাঃভবন -পূর্ব ফরহাদাবাদ -মঃ১৬১৭ জন,জামেয়া মিঃআহঃকাঃমাদ্রাসা উঃপূঃভবন দৌলতপুর -৪ পুঃ১৭০৮,জাঃমিঃআহঃমাদ্রাসা (দঃ পূর্ব ভবন)-দৌলতপুর-৪মঃ১৫৬১ জন। ৯নং ওয়ার্ড নুর আহঃইন্জিঃমেমোঃউচ্চ বিদ্যালয় পূর্ব ফরহাদাবাদ -৩ ৯নং ওয়ার্ড অংশ পুঃ২৫২২।
পূর্ব ফরহাদাবাদ সঃপ্রাঃ বিদ্যালয় পূর্ব ফরহাদাবাদ -৩মঃ ২২৬১ জন।
ইতি পূর্বে ভোটার সংখ্যা ছিল (০৫/০২/২০২৩) ৪৪ হাজার ৭শত ৪৪জন, । সর্বশেষ ০৫/০৩/২০২৩ চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাঃ জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত তালিকা অনুয়ায়ী ৪৮ হাজার ৩শত ৩৮ জন। অর্থাৎ নতুন হালনাগাত ভোটার তলিকায় অর্ন্তভোক্ত ৩ হাজার ৫শত ৯৪ জন ভোটার ভোট দিবেন।
৫ জন মেয়র প্রার্থী ৮জন সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর ও ৪১ জন সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।