মো: আরিফুল ইসলাম: চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাং ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকার মেসার্স চৌধুরী ফিলিং স্টেশন সংলগ্ন নিউ হাইওয়ে রেস্টুরেন্টের ভিতরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ঢুকে পড়ে। এতে একজন নিহত ও একজন আহত হয়েছে।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে হারবাং পেট্রোল পাম্পের পাশে নিউ হাইওয়ে রেস্টুরেন্ট অ্যান্ড বিরানী হাউসে এ ঘটনা ঘটে।
রেস্টুরেন্টের নিহত কর্মীর নাম মো. ওসমান গনি (১৫)। আর গুরুতর আহত রেস্টুরেন্টের বাবুর্চি মো. ইসমাইল (৩২)। ওসমান ও ইসমাইল চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গয়ালমারা গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করে চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। রেস্টুরেন্ট থেকে হোটেল কর্মচারীর মরদেহ ও আহত বাবুর্চিকে উদ্ধার করি। আহতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি।’
ওসি আরও বলেন, আমরা পৌঁছার আগেই চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’