এস.ডি.জীবন: চট্টগ্রামে সাংবাদিকতায় দারুণ ও দুর্দান্ত, এই দুজনেরই দুর্দান্ত দুটি বই প্রকাশ হল এবার। ‘মায়াভবন’ শিরোনামে গল্পের বই বেরিয়েছে আবু মোশাররফ রাসেলের। রাসেলের গল্প বলার ক্ষমতাটাই ঈর্ষা করার মতো। অন্যদিকে আহমেদ কুতুব লিখেছেন ‘কারাগারের অন্দরমহল’ নিয়ে রুদ্ধশ্বাস সব সত্যি কাহিনী। পাঠক নিশ্চিতভাবেই অজানা এক জগতের খোঁজ পাবে বইটিতে।
চট্টগ্রাম বইমেলায় বই দুটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান গতকাল সন্ধ্যায়। চট্টগ্রাম থেকে বাংলা একাডেমি পুরস্কার পাওয়া তিন লেখক-সাংবাদিককেই পাওয়া গেল একসঙ্গে - বিশ্বজিৎ চৌধুরী, রাশেদ রউফ এবং মুহাম্মদ শামসুল হক।
ছিলেন কবি-সাংবাদিক ওমর কায়সার ও এজাজ ইউসূফী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সহ-সভাপতি মনজুর কাদের মনজু, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, শিক্ষক-প্রশিক্ষক শামসুদ্দিন শিশির, রাজনীতিবিদ ফরিদ মাহমুদ, সাংবাদিক সারওয়ার সুমন ও শামসুদ্দিন ইলিয়াসসহ আরও অনেকেই।