আফতাব উদ্দিন মাহমুদ ইমন: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে বুধবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে নগরীর ষোলশহর ২নং গেইট হতে বায়েজিদ বোস্তামী রোড, অক্সিজেন থেকে বালুচড়া পর্যন্ত হাটহাজারী রোডের ফুটপাতে দোকানের মালামাল রাখা এবং দোকানের সামনে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ নোংরা করায় ও রাস্তায় অবৈধভাবে গাড়ী পার্কিং করার দায়ে ১৬ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৫৭ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।
স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত অপর অভিযানে নগরীর আগ্রাবাদ শেখ মুজিব রোডের উভয়পার্শে¦র রাস্তা ও ফুটপাত দখল করে টায়ারসহ বিভিন্ন মালামাল রেখে ব্যবসা করার দায়ে ৬ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন।