নিজস্ব প্রতিবেদক: ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন,বাংলাদেশ (আইইবি) নির্বাচন- ২০২২ (মেয়াদ- ২০২৩ ও ২০২৪) ৯ ফেব্রুয়ারি ২০২৩ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী এম. এ. রশীদ । এছাড়া ভাইস-চেয়ারম্যান (একাডেমিক ও এইচআরডি) পদে প্রকৌশলী রাজীব বড়ুয়া, ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডবিউ) পদে ড. প্রকৌশলী রশীদ আহমেদ চৌধুরী এবং সম্মানী সম্পাদক পদে প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।
আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের ৩০টি স্থানীয় কাউন্সিল সদস্য পদে ভোট প্রাপ্তির ক্রমানুসারে যারা নিবাচিত হয়েছেন তাঁরা হচ্ছেন প্রকৌশলী মোঃ মাঈন উদ্দিন জুয়েল, অধ্যাপক ড. প্রকৌশলী জামাল উদ্দিন আহমেদ, প্রকৌশলী আবুল ফজল মোহাম্মদ সাকিব আমান, প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, প্রকৌশলী মোঃ ইফতেখার আহমেদ, প্রকৌশলী সাঈদ ইকবাল পারভেজ, প্রকৌশলী সাইফুদ্দিন মোঃ ফোরকান চৌধুরী, প্রকৌশলী সৈকত কান্তি দে, প্রকৌশলী কে এম রোকনুজ্জামান, প্রকৌশলী এনামুল বাকী, প্রকৌশলী এ এস এম রেজাউন নবী, প্রকৌশলী মোঃ আশিকুল ইসলাম, প্রকৌশলী প্রদীপ বড়ুয়া, প্রকৌশলী সুমন বসাক, প্রকৌশলী মাকসুদ আলম, প্রকৌশলী প্রদীপ কুমার দাশ, প্রকৌশলী শেখ রাব্বি তৌহিদুল ইসলাম, পিইঞ্জ, প্রকৌশলী অনুপম দত্ত, প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রকৌশলী অসীম সেন, প্রকৌশলী অভিজিৎ কুমার দেব, প্রকৌশলী খুরশেদ উদ্দিন আহমেদ, প্রকৌশলী ইউসুফ শাহ সাজু, প্রকৌশলী মোহাম্মদ সাইফুল হাসান চৌধুরী, প্রকৌশলী মোহাম্মদ আবুল হাশেম, প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী, প্রকৌশলী মোঃ নুুরুল আবছার, পিইঞ্জ., প্রকৌশলী সুব্রত দাশ, প্রকৌশলী মোঃ কামালুর রহমান ও প্রকৌশলী ঝুলন কুমার দাশ।
চট্টগ্রাম কেন্দ্র হতে কেন্দ্রীয় কাউন্সিল সদস্য পদে ভোট প্রাপ্তির ক্রমানুসারে নির্বাচিত ৫জন হচ্ছেন প্রকৌশলী প্রকৌশলী মোহাম্মদ হারুন, প্রকৌশলী প্রবীর কুমার সেন, প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ, প্রকৌশলী উজ্জ্বল কুমার মোহন্ত, প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী।
এছাড়া ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার, আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের নির্বাচনও একই সাথে অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারে নির্বাহী ভাইস-চেয়ারম্যান পদে প্রকৌশলী সুভাষ চক্রবর্তী, ভাইস-চেয়ারম্যান পদে প্রকৌশলী গিয়াস ইবনে আলম, এবং সম্পাদক (অর্থ) পদে প্রকৌশলী মোহাম্মদ ইমরানুর রশীদ নির্বাচিত হয়েছেন।
এছাড়া বিনা প্রতিদ্বন্ধিতায় সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী মোঃ তৌহিদুল ইসলাম এবং নির্বাহী সদস্য পদে প্রকৌশলী তুহিন রায়, প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মালেক, প্রকৌশলী মোঃ মাহমুদুল করিম ও প্রকৌশলী রশীদুল আবেদীন চৌধুরী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়াও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন,বাংলাদেশ’র প্রেসিডেন্ট, ০৪জন ভাইস-প্রেসিডেন্ট, সম্মানী সাধারণ সম্পাদক, ০৪জন সম্মানী সহকারী সাধারণ সম্পাদকসহ সিভিল, মেকানিক্যাল, ইলেক্ট্রীক্যাল, কাম্পিউটার, এগ্রিকালচার এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, সম্পাদক ও সদস্য পদে প্রার্থী নির্বাচনে ভোটারেরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে আইইবি, সদর দফতর, চট্টগ্রাম কেন্দ্র, ও ঢাকা কেন্দ্রসহ দেশব্যাপী একই সাথে নির্বাচন অনুষ্ঠিত হয়।