রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের সামাজিক সংগঠন "তারুণ্যের পরিবার"র তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান নানা আয়োজনে মঙ্গলবার ৭ ফেব্রুয়ারী বিকালে সরফভাটা ইত্যাদি চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে নানা কর্মসূচির মধ্যে ছিল ৫০০ শীতার্তকে কম্বল, সেলাই মেশিন, ডেউ টিন ও নগদ অর্থ বিতরণ, কেক কাটা এবং আতঁশবাজি প্রদর্শনী মাধ্যমে আলোর ঝিলিক হয়ে ওঠে ইত্যাদি চত্বর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ। প্রধান অতিথি ছিলেন এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. খালেদ মাহমুদ। উদ্বোধক ছিলেন শিলক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান এন্ড কুষ্ঠু হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং।
মোহাম্মদ আরাফাতুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুর রউফ মাস্টার, সাধারণ সম্পাদক আহসান হাবিব, উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু, পৌরসভার প্যানেল মেয়র জালাল উদ্দীন, ইডেন ইংলিশ স্কুলের অধ্যক্ষ মাহনুর তাসনিম, উত্তরজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, মনির আহাম্মদ বিএসসি ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. হারুন, সাবেক উত্তরজেলা ছাত্রলীগ জাকিরুল আজম চৌধুরী মুরাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু, সাধারণ সম্পাদক মো. আলী শাহ, স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেন, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম, আবু তালেব সানি, সাইফুল্লাহ চৌধুরী, হাসান মুরাদ, খোরশেদ আলম, মোজাহেরুল ইসলাম, আবদুল্লাহ আল মামুম রুবেল, শাহ আলম,যুবলীগ নেতা বয়ান, মোঃ সোহেল নোমান,মোঃ সোয়েব সাদি,মোঃ আরিফুল ইসলাম,মোঃ ইকবাল হোসেন,মোঃ আতিফ আসলাম আরকান,সদস্য মানিক,নুমুংসিং সহ অসংখ্য ছাত্রলীগের নেতৃবৃন্দ।
শেষে বিনামূল্যে দেয়া লটারির ড্র দেয়া হয়। যেখানে প্রথম পুরস্কার ফ্রিজসহ নানা পুরস্কার দেয়া হয়।