মো: জুয়েল,বোয়ালখালী প্রতিনিধি : মুক্তিযোদ্ধা, প্রখ্যাত রাজনীতিবিদ ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দীন আহমদ এমপি আজ (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ১২টা ৩৭মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি দীর্ঘদিন দুরারোগ্যব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
তার বয়স হয়েছিলো ৭৬ বছর।
চট্টগ্রাম দক্ষিণ জেলার ছাত্রলীগের সভাপতি এস. এম বোরহান উদ্দীন বরাত দিয়ে জানা যায়, দীর্ঘদিন দুরারোগ্যব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন মোছলেম। দেশ বিদেশে চিকিৎসাও নেন তিনি।
রাত ১২টা ৩৭মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলেও জানান।
সাংসদ মোছলেম বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল গ্রামে। তার স্ত্রী, চার মেয়ে রয়েছে।
মোছলেম চট্টগ্রাম -৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসন থেকে ২০২০ সালে উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মোছলেম উদ্দীন আহমেদ ১৯৬৯ সালে চট্টগ্রাম কমার্স কলেজ ছাত্রলীগের সভাপতি ও পরে চট্টগ্রাম শহর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ১৯৭০ সালে চট্টগ্রাম শহর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। পরে ১৯৭২ সালে ছাত্রলীগ চট্টগ্রাম শহর শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বাবুর সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। বাবুর মৃত্যুর পর মোছলেম উদ্দিন আহমেদ সাত বছর ধরে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালে ১২ ডিসেম্বরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে পুনরায় সভাপতি নির্বাচিত হয়।