নিজস্ব প্রতিবেদক: পীর-আউলিয়াদের আত্মত্যাগেই চট্টগ্রামে ইসলাম প্রসার লাভ করেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
বুধবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চট্টগ্রামের আমানত শাহ, গরীবুল্লাহ শাহ এবং মিসকিন শাহ দরগাহে শীতার্ত ব্যাক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
মেয়র বলেন, পীর-আউলিয়ারা বিশ্বের নানা প্রান্ত থেকে এদেশে এসে ইসলামের আলো ছড়িয়েছেন। আমার পূর্ব পুরুষ বহরদার পরিবারের পূর্বতনরাও সুদূর ইয়েমেন থেকে ব্যবসা ও ধর্ম প্রচারের উদ্দেশ্যে এদেশে আসেন। তৎকালীন সময়ে জাহাজের সমষ্টিকে বহর বলা হতো আর জাহাজের মালিককে বলা হতো বহরদার। পরবর্তীতে এদেশের মানুষের ভালবাসায় সিক্ত হয়ে তারা চট্টগ্রামেই স্থায়ী হন এবং ইসলাম প্রচার ও মানবসেবায় মনোনিবেশ করেন। এজন্য আমি সুযোগ পেলেই বিভিন্ন মাজারে গিয়ে প্রশান্তি লাভ করি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীতার্ত মানুষের প্রতি দাড়ানোর আহবানে সাড়া দিয়ে আমি মাজারে আশ্রয় নেয়া দরিদ্র মানুষদের হাতে কম্বল তুলে দিতে পেরে আনন্দিত।
“বাংলাদেশের মানুষ চট্টগ্রামকে চিনে বারো আউলিয়ার পূণ্যভুমি হিসেবে।পীর-আউলিয়ারা সব ধর্মের মানুষকে নিয়ে শান্তির সমাজ গড়ার চেষ্টা করেছেন। তাদের অসাম্প্রদায়িক নীতি ও বিশ্বাসের প্রতি প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা শ্রদ্ধাশীল। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িকতার আদর্শের মূলনীতি হলো প্রতিটি মানুষ তার ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা ও সুযোগ পাবে। এই নীতি হোক স্বপ্নের সোনার বাংলা গড়ার আলোকবর্তিকা।”
এসময় মেয়রের সাথে চসিকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।