রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কৃষি জমির উপরিভাগের মাটি বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ১,৫০,০০০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় রাঙ্গুনিয়া থানা পুলিশের একটি দল সহায়তা করেন।
রাঙ্গুনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম জানান, সোমবার ২ জানুয়ারি দুপুরে রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের গজালিয়া নামক এলাকায় এ অভিযান চালানো হয়।
দণ্ডিত ব্যক্তি হলেন রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ গজালিয়া নামক এলাকার মোহাম্মদ শহীদুল আলম (৪২)।
মোহাম্মদ জামশেদুল আলম জানান,কৃষি জমি খনন করে মাটি বিক্রি করায় ২০১০ সালে প্রণীত ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের মতে আইনের লংঘন হয়েছে। আইনে 'কৃষি জমির উপরের স্তর অর্থাৎ উর্বরাংশ অনুমতি ছাড়া খনন ও বিক্রয় নিষিদ্ধ রয়েছে।
সাজাপ্রাপ্ত ব্যক্তিকে ঘটনাস্থলে জরিমানা আদায় করায় ভবিষ্যতে আইন মানতে সতর্কতা জারি করা হয়েছে বলে জানান জামশেদুল আলম।