মোঃ শহিদুল ইসলাম, থানচি : সারা দেশের মতো একযোগে থানচি উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্য বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
উৎসব মুখর পরিবেশে ১জানুয়ারি ২০২৩ রবিবার সকাল ১১টায় থানচি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত উৎসবে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল মনসূর।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা।
বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ, থানচি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইমদাদুল হক।
এতে শিক্ষক শিক্ষার্থীবৃন্দ বই উৎসবে অংশগ্রহণ করেন।