চট্টবাণী: নগরের জেএমসেন হল প্রাঙ্গণে চট্টগ্রাম অখণ্ডমণ্ডলীর আয়োজনে স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দুইদিনব্যাপী আবির্ভাব উৎসব সোমবার (২৬ ডিসেম্বর) শুরু হচ্ছে।
অধিবাস দিবসে সকাল ১০টায় স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী।
আলোচক থাকবেন ডা. মো. মিনহাজ উদ্দিন তাহের, ডা. ভজন কুমার তলাপাত্র। সভাপতিত্ব করবেন ডা. পরেশ চক্রবর্তী।
এদিন চিত্রাংকন প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা ও বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে।
মঙ্গলবার উৎসব দিবসের সকালে সমবেত উপসনা, স্বরূপানন্দ সংগীতানুষ্ঠান, বিকেলে ৪টায় চরিত্রগঠন বিষয়ক ধর্মীয় সভা। সভায় উদ্বোধক থাকবেন অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। প্রধান বক্তা থাকবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক দিলীপ কুমার বণিক। সভাপতিত্ব করবেন ডা. মৃদুল কান্তি দে।
চট্টগ্রাম অখণ্ডমণ্ডলীর অনুষ্ঠানমালায় সপরিজন অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন স্বামী স্বরূপানন্দ আবির্ভাব উৎসব উদযাপন পরিষদের সভাপতি ডা. মৃদুল কান্তি দে ও সাধারণ সম্পাদক সরোজ কুমার রায়।