বিনোদন ডেস্ক: ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ বলেছেন, ঠাকুরগাঁওয়ে প্রথমবারের মতো আসা। এ জেলার মানুষ অনেক সুন্দরভাবে আমাকে গ্রহণ করেছেন। এটি আসলে আমার জন্য অনেক বেশি গর্বের। ঠাকুরগাঁওয়ে আসার অনুভূতি আর বিয়ের অনুভূতি দুটিই অসাধারণ। সংসার জীবনে যেন সুখী হতে পারি সেজন্য সকলের কাছে দোয়া চাই।
শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও পৌর শহরের মেগা শো-রুম ‘১৬ আনা’র উদ্বোধনের আগে সাংবাদিকদের এসব কথা বলেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ।
বিবাহিতদের নিয়ে ‘বিবাহিত পয়েন্ট’ আসবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিয়ে হওয়ার খুব বেশি দিন হয়নি। ব্যক্তিগত জীবন আর পেশাগত জীবন একেবারে আলাদা। দেখা যাক পরবর্তীতে কী করা যায়। সবাই পাশে থাকলেই সম্ভব।
মেগা শো-রুম ১৬ আনার স্বত্বাধিকারী লিফাত বলেন, আমরাই প্রথম এই শহরে মেগা শো-রুমের যাত্রা শুরু করলাম। আজকে পলাশ ভাই এসে আমাদের ধন্য করেছেন। সবাইকে ১৬ আনায় আসার দাওয়াত রইলো।
উল্লেখ্য, সম্প্রতি বিয়ে করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ। পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন এ অভিনেতা। পলাশের স্ত্রীর নাম নাফিসা রুম্মান মেহনাজ। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করে একই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করছেন। পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
অভিনেতা পলাশের দূর-সম্পর্কের আত্মীয় ছিলেন নাফিসা রুম্মান মেহনাজ। পূর্বপরিচিত থাকায় পলাশ তার বাবা মায়ের পছন্দেই নাফিসাকে বিয়ে করেন।