প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২২ , ৯:১০:১০ প্রিন্ট সংস্করণ
মোঃ শহিদুল ইসলাম শহীদ,থানচি : থানচি উপজেলা পরিষদ মিলনায়তনে ১২ ডিসেম্বর সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল মনসূরের সভাপতিত্বে অনুষ্ঠিত দিবসে আলোচনা সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করেন।
এতে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা। বিশেষ অতিথি থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নিজাম উদ্দিন, জেলা পরিষদ সদস্য বাশৈচিং মারমা,থানচি থানার এসআই মোঃ আরাফাত প্রমুখ।
এসময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। এতে ডিজিটাল উন্নয়ন বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন অতিথিরা।