প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২২ , ১:৫১:২৩ প্রিন্ট সংস্করণ
চট্টবাণী: ঢাকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের ওপর পুলিশের গুলিবর্ষণ, গণ গ্রেফতারের প্রতিবাদে মশাল মিছিল করে চট্টগ্রাম মহানগর ছাত্রদল।
বুধবার (৭ ডিসেম্বর) রাত আটটার দিকে নগরের কোতোয়ালি থানার ওয়াসার মোড় থেকে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল করে।
মিছিল শেষে নগরের আলমাস সিনেমা হলের সামনে একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগ করে। এ সময় দুইটি প্রাইভেটকার ভাঙচুর করা হয়।
তবে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি সাইফুল আলম গাড়িতে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুর করার কথা নাকচ করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, একটি গাড়িতে অগ্নিসংযোগ ও দুইটি প্রাইভেটকার ভাঙচুর করা হয়েছে। ভাঙচুর করা দুইটি প্রাইভেটকার মালিক থানায় এসেছেন। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।