প্রতিনিধি ১১ নভেম্বর ২০২২ , ৯:০১:৪২ প্রিন্ট সংস্করণ
মো: আরিফুল ইসলাম: কক্সবাজার থেকে ঢাকায় পাচারকালে বাস থেকে উদ্ধার করা হয়েছে ১টি সজারু ও ২টি লজ্জাবতী বানর।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে বাসে তল্লাশি চালিয়ে এসব বিপন্ন প্রাণী উদ্ধার করা হয়।
এসময় বন্যপ্রাণী পাচারকারী কুমিল্লার মুরাদনগর করইবাড়ি দক্ষিণ পাড়া ২ নম্বর ওয়ার্ডের নোয়াব মিয়ার ছেলে এরশাদকে (৩৫) গ্রেফতার করা হয়।
লোহাগাড়া থানার ওসি মো. আতিকুর রহমান জানান, হানিফ বাসযোগে (ঢাকামেট্রো: ব-১৫-২৩৬৭) এক বন্যপ্রাণী পাচারকারী কক্সবাজার থেকে ঢাকায় যাওয়ার সংবাদের ভিত্তিতে চুনতি রেঞ্জ বন কর্মকর্তা কার্যালয়ের সামনে বাসটি থামানো হয়। এরপর তল্লাশি চালিয়ে এসব বিপন্ন প্রাণী উদ্ধার ও পাচারকারী এরশাদকে গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, উদ্ধারকৃত বন্যপ্রাণীগুলো নিরাপদ আশ্রয়স্থলে প্রেরণের জন্য চুনতি রেঞ্জ বন কর্মকর্তা মাহমুদ হোসাইনের কাছে হস্তান্তর করা হয়েছে। অবৈধভাবে বন্যপ্রাণী শিকার ও পাচার করার দায়ে পাচারকারীর বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা করা হচ্ছে।