• খেলাধুলা

    মাশরাফির দলে যুক্ত হলেন হ্যারিস

      প্রতিনিধি ১১ নভেম্বর ২০২২ , ৯:১৭:৩৬ প্রিন্ট সংস্করণ

    খেলাধুলা ডেস্ক: নবম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরের দিনক্ষণ চূড়ান্ত ছিল আগেই। ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে। সে উপলক্ষ্যে মাস দুয়েক আগে থেকেই দল গঠনের তোড়জোড় শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সবশেষ ক্রিকেটার হিসেবে বিপিএলে নাম লিখিয়েছেন পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ হ্যারিস। ডানহাতি এ ব্যাটার খেলবেন মাশরাফি বিন মুর্তজার সিলেটে।



    শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে বিষয়টি জানিয়েছে সিলেট স্ট্রাইকার্স। সেখানে তারা লিখেছে, ‘সিলেট স্ট্রাইকার্সের হয়ে ব্যাট হাতে মাঠ মাতাবেন এই তরুণ।’



    এর আগে সিলেট স্ট্রাইকার্স পাকিস্তান দলের তারকা পেসার মোহাম্মদ আমিরকে দলে ভিড়িয়েছে। এছাড়া দলে অন্তর্ভূক্ত করা হয়েছে থিসারা পেরেরাকেও। দলটির আইকন খেলোয়াড় হিসেবে মাশরাফি বিন মুর্তজাকে আগেই দলে যুক্ত করেছে সিলেট।



    আরও খবর 16

    Sponsered content