• মহানগর

    চট্টগ্রাম প্রেস ক্লাবের গুণীজন, কৃতি সাংবাদিক সংবর্ধনা

      প্রতিনিধি ১১ নভেম্বর ২০২২ , ৮:৫৭:২১ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী: যোগ্য ব্যক্তিকে যোগ্য সম্মান করতে না পারলে সমাজে গুণীজনের সৃষ্টি হয় না। চট্টগ্রাম প্রেস ক্লাবে আজ শিক্ষক, সাংবাদিক, সঙ্গীতবিশারদসহ যাঁরা প্রত্যেকেই সমাজ উন্নয়নের কারিগর তাদের সংবর্ধিত করার পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনার মাধ্যমে যে অনুপ্রেরণা দিয়েছে, তাতে তাদের মধ্যে আগামীতে দেশ ও দেশমাতৃকার কল্যাণে কাজ করার আগ্রহ সৃষ্টি হবে।



    শুক্রবার (১১ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে গুণীজন, কৃতী সাংবাদিক ও মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এসব কথা বলেন।

    প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।



    ড. শিরীণ আখতার বলেন, চট্টগ্রামের সাংবাদিকরা বরাবরই চট্টগ্রাম তথা দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সাংবাদিকরা হলেন জাতির বিবেক। আর এই বিবেকের তাড়নায় আপনারা যে কাজগুলো করেন, সেগুলো সর্বক্ষেত্রে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। আমরাও নানা প্রয়োজনে আপনাদের সহযোগিতা-পরামর্শ নিয়ে থাকি।

    ডিসেম্বরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে তিনি চট্টগ্রামের সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।



    প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম। সংবর্ধিত কৃতী সাংবাদিক চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা নওশের আলী খান এবং প্রবীণ সাংবাদিক কবি-ছড়াশিল্পী প্রদীপ নন্দী এবং গুণীজনদের পক্ষ থেকে বিশিষ্ট সঙ্গীতবিশারদ ওস্তাদ মিহির লালা অনুভূতি ব্যক্ত করেন।

    গুণীজন এবং কৃতী সাংবাদিকদের হাতে চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ড. শিরীণ আখতার এবং প্রেস ক্লাব সভপতি আলী আব্বাসসহ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। কণ্ঠ সৈনিক মিহির কুমার নন্দীর (মরণোত্তর) ক্রেস্ট গ্রহণ করেন তাঁর সহধর্মিণী নন্দিতা নন্দী।



    আলী আব্বাস বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাব বরাবরই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে পরিচিত। এখানে ভবনের সামনে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সম্বলিত ম্যুরাল আর ভবনের উপরে রয়েছে জাতির পিতার নামে চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হল। দুটি স্থাপনাই উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।

    একইসঙ্গে চট্টগ্রামের সাংবাদিকদের অহংকার, আধুনিক চট্টগ্রাম প্রেস ক্লাবের রূপকার আবু সুফিয়ানকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের সাতকানিয়া আসন থেকে মনোনয়ন দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান আলী আব্বাস।



    অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থী হিসেবে মাহের ইবনে রহমান, অনিন্দ্য সেন, রাহী বিনতে রহমান, প্রান্ত চৌধুরী, নিশাত তাসনীম, ইশিকা ইবনাত কথা, কাজী সিলিয়া বাশার, আয়ীদ রায়হান, মারুফুর রহমান রহাত, রবিন মল্লিক, সামিহা সাবা, আভাস চিরন্তন দেওয়ানজী, এস এম আশফাকুল ইসলাম, তানভীদুল ইসলাম মিসবাহ, সৈয়দা সামিহা মেহজাবীন, উম্মে সায়মা সুলতানা, সৈয়দ মোহাম্মদ মাঈনুল ইসলাম, মুশফিকা তাবাসসুম, তাসনুভা সুলতানা চৌধুরী, ফারিহা মুজাহিদ রুহি, মুহাম্মদ মুজতাহিদ, সাঈদ ফয়সল, জারিন ইবনাত, শারিকা হাসান, আহমেদ সাদ সাবিত, রাইসা হাফিজ খান, মিফতাহুল ফেরদৌস, ওয়ানাইজা রহমান শ্রেয়া, মিথিলা বড়ুয়া, অজয়িতা বড়ুয়া অয়ী, অপরূপ বড়ুয়া, সেঁজুতি হায়দারকে সংবর্ধনা দেওয়া হয়।



    এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি অঞ্জন সেন, রিয়াজ হায়দার চৌধুরী, প্রেস ক্লাবের সহসভাপতি স ম ইব্রাহীম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী এবং মহসিন চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু প্রমুখ উপস্থিত ছিলেন।



    আরও খবর 25

    Sponsered content