মোঃ আরিফুল ইসলামঃ লোহাগাড়ায় ফার্ণিচার ভর্তি মিনি ট্রাক গাড়ি জব্দ করেছে সাতগড় বন বিভাগ।
৭ নভেম্বর সোমবার রাত আনুমানিক ৩টার সময় চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে মহাসড়কের চুনতি জাঙ্গালীয়া সাতগড় বন বিট অফিস সংলগ্ন এলাকা থেকে ফার্ণিচার ভর্তি মিনি ট্রাক গাড়ি জব্দ করা হয়।
বনবিভাগ সূত্রে জানা গেছে, ফার্ণিচার পাচার হচ্ছে; এমন গোপন সংবাদ পায় বনবিভাগ। পরে অভিযান চালিয়ে মিনি ট্রাক গাড়িতে থাকা প্রায় ৮ ধরনের সেগুন কাঠ ও আকাশমণি কাঠের তৈরী ফার্ণিচার জব্দ করা হয়েছে। তবে টের পেয়ে পালিয়ে যাওয়া পাচাকারীর কাউকে আটক করা সম্ভব হয়নি।
সাতগড় বন বিট কর্মকর্তা শাহাআলম হাওলাদার জানান, খবর পেয়ে অভিযান চালিয়ে চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে মহাসড়কের চুনতির জাঙ্গালীয়া এলাকার থেকে প্রায় ৮ ধরনের সেগুন কাঠ ও আকাশমণি কাঠের তৈরী ফার্ণিচার জব্দ করা হয়েছে।
বর্তমানে রেঞ্জ অফিসে মজুদ রাখা আছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।