মো: আরিফুল ইসলাম: বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতির আক্রমণে খোদেজা বিবি (৬৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বয়াতী (৬৫) ও আমির আলী (৭৩) দুইজন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমির আলী (৭৩) মারা যান। নিহত হয়েছেন দুইজন আর আহত চিকিৎসাধীন একজন।
নিহত খোদেজা বিবি সোহরাব পাড়ার বাসিন্দা মৃত ফজর আলীর স্ত্রী।
শুক্রবার ৪ নভেম্বর সকালে লামা উপজেলার আজিজ নগর ইউনিয়নের সোহরান পাড়ায় এ ঘটনা ঘটে।
জানা যায়, গহীন পাহাড় থেকে শুক্রবার সকাল ৮টার দিকে দলছুট একটি হাতি সোহরাব পাড়ায় নেমে পড়ে তাণ্ডব শুরু করে। হাতির তাণ্ডব থেকে রক্ষা করতে নিরাপদে সরে যাওয়ার সময় হাতির কবলে পড়লে ঘটনাস্থলে খোদেজা বিবি মারা যান। আহত হন আরও দুই বৃদ্ধ। একই সময় বন্যহাতিটি স্থানীয় মগবাজার শহিদুলের দোকানের ঝাপও ভেঙ্গে ফেলে।
আজিজ নগর ইউনিয়ন পরিষদের সদস্য মো. সেলিম মিয়া বলেন, বর্তমানে ওই হাতিটি পাশের পাহাড়ে অবস্থান করার কারণে স্থানীয়রা আতংকে রয়েছেন।
এ বিষয়ে আজিজ নগর পুলিশ ক্যাম্প ইনচার্জ এনামুল হক ভুইয়া বলেন, নিহতের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।