চট্টবাণী: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উড্ডয়ন/অবতরণ কার্যক্রম বন্ধ ঘোষণার পর শাহ আমানত বিমানবন্দরে প্রথম অবতরণ করেছে সালাম এয়ারের একটি ফ্লাইট।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১২টায় মাস্কাট থেকে আসা ফ্লাইটটি অবতরণ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তাসলিম আহমেদ।
শিডিউল, রিশিডিউল অনুযায়ী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটগুলো উড্ডয়ন ও অবতরণ করবে বলে জানান তিনি।
চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর সোমবার (২৪ অক্টোবর) বিকেল ৩টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছিল বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।