• খেলাধুলা

    সুপার টুয়েলভে জিম্বাবুয়েকে পেল বাংলাদেশ

      প্রতিনিধি ২১ অক্টোবর ২০২২ , ৮:২৯:৩৮ প্রিন্ট সংস্করণ

    খেলাধুলা ডেস্ক: সুপার টুয়েলভ নিশ্চিতের লড়াইয়ে শুক্রবার স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। এই ম্যাচ জেতায় দ্বিতীয় পর্বে গ্রুপ ‘টু’ এ জায়গা পেয়েছে ক্রেগ আরভিনের দল। একই গ্রুপে আছে বাংলাদেশও। ৩০ অক্টোবর বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে টাইগাররা।



    গ্রুপে বাংলাদেশ ছাড়াও প্রতিপক্ষ হিসেবে ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডসকে পেয়েছে রজারা। তাই সুপার টুয়েলভের লড়াইটা একটুও সহজ হতে যাচ্ছে না বাছাইয়ের গ্রুপ চ্যাম্পিয়নদের জন্য।

    বাংলাদেশ জিম্বাবুয়ের ম্যাচটি হবে ব্রিসব্রেনে, সকাল নয়টায়। সর্বশেষ ট-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ হারের দুখস্মৃতি রয়েছে বাংলাদেশের। তবে দ্বিপাক্ষিক ম্যাচের পরিসংক্যান অনুযায়ী, আফ্রিকান দেশটির চেয়ে ঢের এগিয়ে সাকিব আল হাসানের দল।



    ২৪ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল দশটায়, অস্ট্রেলিয়ার হোবার্টে। বৃহস্পতিবার বিশ্বকাপের প্রথম রাউন্ডে নামিবিয়াকে ৭ রানে হারিয়ে দেয় আরব আমিরাত। এ হারের ফলে বিশ্বকাপের সুপার টুয়েলভে জায়গা পেয়ে যায় নেদারল্যান্ডস।



    বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচের সময়সূচিঃ

    ২৪ অক্টোবর বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস, হোবার্ট। সকাল দশটা

    ২৭ অক্টোবর বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, সিডনি। সকাল নয়টা

    ৩০ অক্টোবর বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে, ব্রিসবেন। সকাল নয়টা

    ২ নভেম্বর বাংলাদেশ বনাম ভারত, অ্যাডিলেড। দুপুর দুইটা

    ৬ নভেম্বর বাংলাদেশ বনাম পাকিস্তান, অ্যাডিলেড। সকাল দশটা।