• মহানগর

    কর্ণফুলী নদীতে ট্রলার ডুবি, নিখোঁজ ৭

      প্রতিনিধি ১২ অক্টোবর ২০২২ , ১০:০১:১৯ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী: কর্ণফুলী নদীর ইছানগর এলাকায় এফভি মাগফেরাত নামে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। ট্রলারে থাকা ১৬ জনের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো ট্রলারের ক্যাপ্টেনসহ ৭ জন নিখোঁজ রয়েছেন।



    মঙ্গলবার (১১ অক্টোবর) রাত ১টার দিকে কর্ণফুলী নদীর সি-রিসোর্সেস ডকইয়ার্ড ঘাটে ট্রলারটি ডুবে যায়।

    নিখোঁজরা হলেন- ট্রলারের স্কিপার ফারুক বিন আব্দুল্লাহ, সেকেন্ড ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, চিফ অফিসার মো. সাইফুল ইসলাম, গ্রিজার প্রদীপ চৌধুরী, ফিশ মাস্টার মো. জহির উদ্দিন, ডক সদস্য রহমত মিয়া। আরেকজনের নাম জানা যায়নি।



    সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একরাম উল্লাহ বলেন, এফভি মাগফেরাত ট্রলারটি মেরামত করার জন্য ইছানগর সি রিসোর্সেস ডক ইয়ার্ডে তোলার সময় ট্রলারের প্রপেলার (পাখা) খুলে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর ২ নম্বর বয়ার সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়।

    তিনি বলেন, ডুবে যাওয়া মাঝিমাল্লাদের উদ্ধারে আজ সারাদিন কাজ করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডুবুরি দল স্রোতের কারণে কাজ করতে পারেনি। এ ছাড়া বন্দর কর্তৃপক্ষও উদ্ধার অভিযানে সহযোগিতা করেছে।



    আরও খবর 25

    Sponsered content