খেলাধুলা ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। এ কারণে আপাতত ব্যস্ততাও কম সাবেক অধিনায়কের। তাই আজ শুক্রবার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক 'হকি চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশ' এর লোগো উন্মোচন অনুষ্ঠানে যান অভিজ্ঞ ক্রিকেটার। এসময় বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন তিনি।
সাবেক অধিনায়কের মতে, বাংলাদেশ বিশ্বকাপে ভালো করবে। এছাড়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে চ্যাম্পিয়ন হওয়ার আশাবাদও জানিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার।
এ বিষয়ে রিয়াদ বলেন, 'আপনাদের মতো আমরাও চাই চ্যাম্পিয়ন হতে। কেন নয়!'
রিয়াদ আরও যোগ করেন, 'প্রত্যাশা করছি আমাদের টিম ভালো করবে। দলের জন্য আমার শুভ কামনা সব সময়ই থাকবে। দোয়া করি আমাদের টিম যেন ভালো করে।'
ক্রিকেটে শুরুর আগে মাহমুদউল্লাহ রিয়াদ একবার হকির ট্রায়ালে গিয়েছিলেন। লোগো উন্মোচন অনুষ্ঠানে সেই স্মৃতিচারণও করেছেন ডানহাতি ব্যাটার।
রিয়াদ বলেন, 'হকি নিয়ে একটাই স্মৃতি আছে আমার। সম্ভবত সপ্তম বা অষ্টম শ্রেণিতে থাকাকালে একটি স্কুল টুর্নামেন্ট ছিল। তখন স্কুল টুর্নামেন্ট হকির বাছাইয়ের জন্য মনে হয় একদিন বা দুইদিন গিয়েছিলাম। তখনই কেবল এক-দুইদিন হকি স্টিক নিয়ে নাড়াচাড়া করার সুযোগ পেয়ছিলাম।'