চট্টবাণী: শারদীয় দুর্গাপূজার আনন্দ সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে এক ব্যতিক্রম বাজারের আয়োজন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। যেখান থেকে মাত্র এক টাকা দিয়ে পছন্দের জামা কাপড় কিনতে পেরেছেন নগরীর নিম্ন আয়ের মানুষেরা।
চট্টগ্রামের জেএমসেন হলে বুধবার পরিচালিত হয় এই কার্যক্রম। যার উদ্বোধন করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গাপূজার আনন্দ সমাজের সব স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়। এখান থেকে সমাজের শ্রমজীবী মানুষেরা নিজেদের পছন্দে স্বল্পমূল্যে জামা কিনে বাড়ি ফিরতে পেরেছেন।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য জামাল উদ্দিন বলেন, স্বেচ্ছাসেবীদের জরিপের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে টোকেন দেওয়া হয়েছে। এই কার্যক্রমে একটি পরিবারের দুইজন শিশু ও একজন প্রাপ্তবয়স্ক এক টাকায় তাদের জন্য কাপড় কিনতে পেরেছেন।
এর আগে ঈদের সময়ও চট্টগ্রামে এ ধরনের আয়োজন করা হয়েছিল। তবে নগরীতে পূজায় এ ধরনের আয়োজন এবারই প্রথম।