চট্টবাণী: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত গার্হ্যস্থ বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষি শিক্ষা (তত্ত্বীয়) ও সংস্কৃত বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিল ১ হাজার ৫৯৭ জন পরীক্ষার্থী। এবারের এসএসসি পরীক্ষায় ১ লাখ ৫০ হাজার পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে।
রোববার (২৫ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, চট্টগ্রামে ১২৫ কেন্দ্রে ৭৯ হাজার ১৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৭৮ হাজার ৬৪ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ১১৫ জন।
কক্সবাজারে ২৯ টি পরীক্ষা কেন্দ্রে ১৭ হাজার ১৬২ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১৬ হাজার ৯১৬ জন এবং অনুপস্থিত ছিল ২৪৬ জন।
রাঙামাটি জেলায় ২১টি পরীক্ষা কেন্দ্রে ৫ হাজার ৫১৭ জনের মধ্যে অংশ নেয় ৫ হাজার ৪৫৯ জন। অনুপস্থিত ছিল ৫৮ জন পরীক্ষার্থী।
খাগড়াছড়ি জেলায় ২৩ টি পরীক্ষা কেন্দ্রে ৬ হাজার ৩৪৬ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৬ হাজার ২৩১ জন এবং অনুপস্থিত ছিল ১১৫ জন।
বান্দরবান জেলায় ১৫ টি পরীক্ষা কেন্দ্রে ৩ হাজার ৮২৮ জনের মধ্যে অংশ নেয় ৩ হাজার ৭৬৫ জন এবং অনুপস্থিত ছিল ৬৩ জন পরীক্ষার্থী। ২১৩ টি পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষা অনুপস্থিত ছিল ১ হাজার ৫৯৭ জন পরীক্ষার্থী।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বাংলানিউজকে বলেন, ২০২২ সালের এসএসসি পরীক্ষার তিন বিষয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৫৯৭ জন। পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ভালো ছিল।