• মহানগর

    বন্দরে মেডিকেল ফার্স্ট রেসপন্স প্রশিক্ষণ

      প্রতিনিধি ১৩ জুন ২০২৫ , ৯:২৬:২৭ প্রিন্ট সংস্করণ

    চট্টবাণী: মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড টিমের সহায়তায় চট্টগ্রাম বন্দরে ‘মেডিকেল ফার্স্ট রেসপন্স ট্রেইন দ্য ট্রেইনার’ শীর্ষক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ৯ জুন থেকে বৃহস্পতিবার (১২ জুন) পর্যন্ত বন্দরের এনসিটি জেটি ও শহীদ ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ চলে।

    এতে বন্দরের ১৫ জন, কোস্ট গার্ডের ৫ জন এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫ জন অংশ নেন। প্রশিক্ষণটি ছিল সম্পূর্ণ হাতে-কলমে অনুশীলনভিত্তিক।

    মার্কিন সেনাবাহিনীর ক্যাপ্টেন Ryan Ray এর নেতৃত্বে একদল প্রশিক্ষক বাস্তবধর্মী মেডিকেল পরিস্থিতি তুলে ধরে জরুরি অবস্থায় প্রাথমিক চিকিৎসার কৌশল শেখান।
    প্রশিক্ষণে ব্যবহৃত সব সামগ্রী মার্কিন সেনাবাহিনীর টিম এবং অংশগ্রহণকারীতের আহার, আবাসন ও যাতায়াত খরচ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বহন করে।

    সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হয়।

    সংশ্লিষ্টদের ধারণা, আন্তর্জাতিক মানের এ প্রশিক্ষণ কর্মশালা দক্ষতা বৃদ্ধি ও জরুরি সেবার সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    আরও খবর 25

    Sponsered content