• কক্সবাজার

    কুতুবদিয়ায় চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার এর উদ্যােগে ফ্রি মেডিকেল ক্যাম্প

      প্রতিনিধি ১২ জুন ২০২৫ , ১১:১৩:০৩ প্রিন্ট সংস্করণ

    মহিউদ্দীন কুতুবী, কুতুবদিয়া: দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারের উদ্যােগে অবহেলিত মানুষের কল্যাণে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হয়। বৃহস্পতিবার ১২ জুন সকাল ০৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিদ্যুৎ মার্কেট স্থানীয় জামেউল উলুম মাদ্রাসায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পে মোট ৯ জন বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে এই চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এ ক্যাম্পে প্রাই ৭’শ রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।

    চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার এর চেয়ারম্যান ডাঃ গোলাম মোস্তাফা নাদিম বলেন, কুতুবদিয়া একটি অবহেলিত এবং সম্পন্ন বিচ্ছিন্ন দ্বীপ। এদ্বীপের মানুষ সু-চিকিৎসা থেকে সবসময় বঞ্চিত থাকে। তাই চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারের বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অবহেলিত জনগোষ্ঠী দের সু-চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা করি। এই ফ্রি মেডিকেল ক্যাম্প অব্যাহত রাখার চেষ্টা করবো।

    আরও খবর 30

    Sponsered content